Composition Part

ইংরেজি ব্যাকরণ (English Grammar

বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষা শিক্ষার গুরত্ব অনেকটা সূর্যের মত ধ্রুব । ইংরেজি বুঝে শেখার জন্যে ইংরেজি ব্যাকরণ (English Grammar) এর কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি ব্যাকরণের যথেষ্ট বাস্তবিক উদাহরণসহ সহজতম ব্যাখ্যা। এখানে, আপনারা ইংরেজি ব্যাকরণের সবগুলো বিষয় খুব সহজেই খুঁজে পাবেন কেননা প্রতিটা বিষয়ই যথাযথ ক্রমানুসারে সাজানো রয়েছে। এটি তৈরি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি যাতে আপনারা খুব সহজেই বাংলায় পড়ার মাধ্যমে English Grammar এর সকল মৌলিক বিষয়গুলোসহ খুঁটিনাটি বিষয়গুলোও বুঝতে পারেন। যেকোন ধরণের যোগ্যতাসম্পন্ন মানুষই এই Grammar Section থেকে উপকৃত হবেন কেননা এটি শিক্ষানবিস থেকে শুরু করে ইংরেজিতে দক্ষ ব্যাক্তিসহ সবার জন্যই উপযোগী।

0 মন্তব্য(গুলি):

Latest Post

Uses of Prepositions

Preposition   একটি part of speech যা অবস্থান বোঝায় ,  সাধারণত noun বা pronoun এর সামনে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যানো শব্...