Article হলো মূলত adjective যা কোনো noun নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে ।
Articles are basically adjectives defining a noun as specific or unspecific. The and a/an are called articles.
এ প্রসঙ্গে নিচের উদাহরণগুলো পড় -
i. Rana reads a book.(রানা একটি বই পড়ে । )
ii. Sumi eats an apple.(সুমি একটি আপেল খায় । )
iii. Jahir gave me the pen.(জহির আমাকে কলমটি দিয়েছিল । )
উপরের Sentence গুলোতে a,an এবং the –এই word তিনটি যথাক্রমে book, apple এবং Pen এই Noun তিনটির পূর্বে বসে এবং এদের আকার সংকুচিত করে দিচ্ছে ।
সুতরাং, a, an এবং the হলো Article বা পদাশ্রিত নির্দেশক ।
Article এর অর্থ
a) a = একটি ( যেমনঃ a book একটি বই )
b) an= একটি ( যেমনঃ an apple একটি আপেল)
c) the= টা, টি, খানা, খানি । ( যেমনঃ কলমটা, বাড়িটি, কাপর খানা, বই খানি ।)
Classification:
In English, articles are classified into two types:
ইংরেজিতে দু’ধরণের article আছে:
- Definite Article and
- Indefinite Article
Definite Article
“The” শব্দটিকে definite article বলা হয় । এটি nounকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় ।
“The” is referred to as a definite article. It is used to modify specific or particular nouns.
Example:
- I really liked the book you gave me.
এখানে article “the” নির্দিষ্ট করে বইটিকে বোঝাচ্ছে যা আমাকে কেউ দিয়েছে ।
Indefinite Article
A/an শব্দটিকে indefinite article বলা হয় । অনির্দিষ্ট noun কে বোঝাতে A/an ব্যবহৃত হয় ।
The word a/an is called an indefinite article. A/an is used to refer to non-specific or non-particular nouns.
Example:
- I am looking for a book of arts.
এখানে article “a” সাধারণভাবে যেকোনো arts এর বইকে বোঝাচ্ছে ।
- I am looking for an English book.
এখানে article “an” সাধারণভাবে যেকোনো English বইকে বোঝাচ্ছে ।
Use of Articles:
নিচে বিভিন্ন স্থানে article এর ব্যবহার বর্ণিত হলো ।
General and Exceptional Use of a/an:
1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।
যেমন – a hen,
a book, a pen, an apple, an egg, an orange.
2. শব্দের শুরুতে
যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত
হলে তার পূর্বে a বসে। কিন্তু হ এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
যেমন- a horse,
a historian, an honest man, an hour.
3. শব্দের শুরুতে
যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার
পূর্বে a বসে।
যেমন- a ewe, a
European, a uniform, a university, a useful metal.
4. O দিয়ে গঠিত শব্দের
পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের
পূর্বে a বসে।
যেমন- an open field,
an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.
5. সংক্ষিপ্ত রূপ
অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে
an বসে। কিন্তু abbreviation এর প্রথম
অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
5. এক জাতীয় সকল singular common noun এর
পূর্বে a/an বসে।
যেমন- A tiger is a
dangerous animal; An ant is an industrious insect.
6. একজন ব্যক্তি
বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে।
যেমন- He bought an
orange, He lives in a tiny room.
7. সমজাতীয় কিছু(the same, the certain)
ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন:
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
8. Preposition অর্থে কখনো
কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised
preposition বলে।
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.
9. Few, little, good many, lot of, great
many, good deal ইত্যাদি plural noun এর
পূর্বে a /an বসে। মাঝে মাঝে many
এর পরে a /an বসে।
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.
10. সংখ্যাবাচক
শব্দ- dozen, hundred,
thousand, million, couple, score ইত্যাদির পূর্বে a বসে।
11. Exclamation অর্থাৎ what,
how, why ইত্যাদির পরে a বসে।
- What a beautiful lady!
- How nice a bird!
12. Singular common noun – quite, many,
rather, but, more এর পূর্বে a/an বসে।
- He is rather a gentleman.
- You are but a child.
13. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে।
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.
General Use of “The”:
1. নির্দিষ্ট করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
- The boy is reading.
- The girl is singing.
2.
এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে।
- The cow gives us milk.
- The rose is beautiful flower.
3.
মানবজাতি man and women এর পূর্বে the বসে না।
Incorrect – The man is mortal.
Correct - Man is mortal.
4.
নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী,
দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the
বসে।
যেমন – The Andamans, The Himalayas, The
Titanic.
5.
ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে।
যেমন – The holy Quran, The Daily sun.
6.
একক বস্তু – পৃথিবী, চন্দ্র,
সূর্য, পূর্ব, পশ্চিম,
উত্তর, দক্ষিন ইত্যাদি নামের পূর্বে the
বসে।
The sun, The earth, The moon.
7.
বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে the বসে।
- The U.S.A, the
Panjab.
8.
তারিখের নামের পূর্বে the বসে।
যেমন - The 10th March.
9.
জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে।
যেমন – The rich, The poor, The Muslims.
10.
Superlative
degree তে adjective এর পূর্বে the বসে।
যেমন – He is the best boy in the class.
11.
Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা
প্রকারের বুঝালে the বসে।
যেমন – The Diamond of Africa is famous.
12.
Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
যেমন – The great Akbar was a mighty ruler.
13.
বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম plural হলে তার পূর্বে the
বসে।
যেমন – The khans, The Pathans.
14.
সংখ্যা প্রকাশক word যদি unit অর্থে
বসে তাহলে তার পূর্বে the বসে।
যেমন – Eggs are sold by the dozens.
15.
Musical
instrument এর পূর্বে the বসে।
যেমন – I can’t play the Guitar.
The cowboy can play the flute well.
16.
কোন কোন যন্ত্র এবং আবিস্কারের পূর্বে the বসে।
যেমন – Markoni invented the radio. The bicycles is an easy means of transport.
17.
Singular
designation এর পূর্বে the বসে।
যেমন – The president, The Prime Minister,
The headmaster.
Indefinite/ Definite article before an Adjective:
কখনো কখনো একটি article একটি adjective দ্বারা নির্দিষ্ট noun কে নির্দেশ করে । শব্দের ক্রমটা এমন হবে :
Sometimes an article denotes a noun modified by an adjective. The order of the words will be as follows:
Article+ Adjective+ Noun
Example:
- I saw the little girl singing in the party.
- This is a small gift from
- I heard an interesting news on TV.
Articles before Countable and Uncountable Nouns:
A/an শুধুমাত্র countable noun এর পূর্বে ব্যাবহৃত হয় ।
A/an can be used before the countable nouns only.
Example:
- Give me a glass of water.
- She wants a bottle of milk.
আপনারা বলতে পারবেন না “Give me a water” /“She wants a milk” ।
“Uncountable noun” গুলোর আগে The ব্যাবহৃত হতে পারে অথবা article কে সম্পূর্ণভাবে বাদ দেয়া যায় ।
Example:
- “Give me the water” (specific water) or “Give me water” (any water).
- “She bought the milk from this market.” (specific milk) Alternatively, “She bought milk from this market.” (any milk)
Never Use Of Article:
Omission of article:
1. বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।
যেমন – The Gitanjoli of Robindranath.
2. রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
যেমন – He is going to park.
3. ভাষার নামের পূর্বে the বসে না।
যেমন – Bengali is our mother language. English is an international language.
4. কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে।
যেমন – The English language is an international language.
5. হ্রদের নামের পূর্বে the বসে না।
যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.
6. দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমন – Friday is holyday.
7. রোগের নামের পূর্বে the বসে না।
যেমন – Fever has broken out in the home.
8. Allah or God এর নামের পূর্বে the বসে না।
যেমন – Allah has created us.
9. শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না।
যেমন – Raise your right hand. Put off your shirt.
10. ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না।
যেমন – by bus, by train, by launch.
11. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে.
Incorrect- We have a dinner at 8.00 pm.
Correct- We have dinner at 8.00 pm.
Incorrect- We had good breakfast yesterday.
Correct- We had a good breakfast yesterday.
12 Plural noun এর পূর্বে a/an বসে না।
- Birds are beautiful.
- Cows are useful.
13. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
- He gave me some information.
- We take tea.
- He drinks water.
তবে পরিমাপ করা যায় এমন কিছু measure words থাকলে তার পূর্বে a/an বসে।
যেমন – Give me a glass of water.
যেমন – Give me a glass of water.
Never use an article before a Pronoun:
Pronoun এর আগে কখনো article ব্যবহার করা উচিত না । Pronoun, noun এর পরিবর্তে ব্যবহৃত হয় কারণ একই noun বারবার ব্যবহৃত হলে শুনতে খারাপ লাগে । Pronoun একটি noun কে নির্দেশ করে তাই এর আগে article ব্যবহারের কোনো প্রয়োজন নেই । যদি আপনি ব্যবহার করেন তবে দুবার নির্দেশ করা হবে যা ভুল ।
Articles should never be used before pronouns. Pronouns are used instead of nouns because if you use the same noun time and again, it will not sound good. A pronoun is specifying a noun, so there is no need to use an article before it. If you use, there would be a double specification which is wrong.
Example:
- She is reading the my (Incorrect)
- She is reading my book. (Correct)
Never use an article before Real Nouns:
Real noun এর আগে কখনো article ব্যবহার করা উচিত না । যেমন: মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয় , পাহাড় , হ্রদ , মহাদেশ প্রভৃতির নাম ।
Articles should never be used before real nouns, i.e., names of people, places, countries, languages, academic subjects, mountains, lakes, islands, continents, etc.
Example:
- The Argentina played really (Incorrect)
- Argentina played really (Correct)
- She is learning the Chinese. (Incorrect)
- She is learning Chinese. (Correct)
- She is good at the Mathematics. (Incorrect)
- She is good at Mathematics. (Correct)
This rule has few exceptions in the following cases:
নিচে এই নিয়মের কিছু ব্যাতিক্রম আছে:
- A union of countries (কিছু দেশের সংযুক্তি ) like the United States, the Netherlands etc.
- A group of some lakes (কিছু হ্রদের সমাহার ) like the East African lakes, etc.
- Ranges of mountains (পর্বতমালা ) like the Rockies or the Andes, etc.
- Island chains (দ্বীপপুঞ্জ ) like the Hebrides, the Canary Islands, etc.
- Names of oceans, seas, and rivers (সাগর, মহাসাগর, নদীর নাম) like the Ganges, the Pacific, the Atlantic, etc.
- Points on the globe (গ্লোবের বিন্দু ) like the North pole, the South pole, etc.
- Geographical areas (ভৌগোলিক স্থান ) like the East, the West, the Middle East, etc.
- Peninsulas, forests, deserts, and gulfs (উপদ্বীপ, বন , মরুভুমি , উপসাগর) like the Iberian Peninsula, the Black Forest, the Sundarbans, the Sahara, the Persian Gulf, etc.
Implied Article or Zero Article:
কখনো কখনো কিছু নির্দিষ্ট noun এর আগে article থাকেনা কিন্তু article বোঝায় । এদেরকে implied article/ “zero articles” বলে ।
Sometimes articles are omitted before certain nouns where the article is implied but not actually visible. These implied articles are also called “zero articles”.
Example:
- Let’s go for a long drive tonight. (Incorrect)
- Let’s go for long drive (Correct)
- The fortune favors the brave. (Incorrect)
- Fortune favors the brave. (Correct)
- The perseverance is a valuable quality of human (Incorrect)
- Perseverance is a valuable quality of human (Correct)
Model Exercises
3. Fill in the blanks with suitable articles.
1. English is (a) ... international
language. It is spoken all over (b)... world. So the importance of (c)... English can not
be described in words. All (d) ...books on higher
education are written in English. Today
organizations need employees who speak and write (e) ... standard form
of English. It helps (f)... educated man to
get a (g).... good job, it is (h)... official or semi-official
language all over the world. Ours is (i) ... age of
globalization we need to learn English to join (j) ... advanced world.
2. (a) .... 16th December is (b) ... red letter day in the history of Bangladesh. On the day we achieved our victory at (c) ... cost of (d) ... bloody battle. Bangladesh came into being as (e) ... independent
country. It occupied a place in the world (f) ... map. Every year we observe (g) ... day with due
solemnly we remember (h) .... supreme sacrifice of our heroic sons. The day is (i) ...public holyday. The day begins
with gun shot. The national flag is hoisted on (j)... top of the each
house.
3. Computer is (a) ... invention of (b) ... modern science. It is (c)... man made machine and works according to (d) .... instruction
given to it. It was Pascal who invented (e) ... theory of
calculation. There are five components in (f) ... computer. In (g) ... modern world computer renders (h) ... great service
to civilized world. It has lessened
our works lead to (i) ... great extent. In fact,
computer is doing a great job by substituting (j) ... human brain.
4. Money can not
buy a happiness. Money is (b)... must for our
life. But it is not (c) ... necessary to
bring our happiness. Happiness is
absolutely (d) ... psychological thing. It is (e) ... the name of
feeling. It means the contentment of mind. He who is (g) ... satisfied what he gets and content with his life is (h) ... really happy. Happiness cannot be purchased with (i) .... money. No doubt, money has got some thing to do with (j) ... happiness but
it can not give us happiness.
5. It was (a) ... occasion of New
Year’s Day. King Arthur and his knight were sitting
in (b) .... court. At the same time, they heard (c) ... sound of hoofs
outside. In (d) ... moment, a
stranger appeared before them. He was a knight. He said that people called him (e) ... Green Knight. He said to the knights present. “I challenge anyone of you to strike me with (f) ... blow”. If survive you will meet at any place in (g) ... year’s time and
receive (h) ... blow in return?” All (i) .... knights were taken aback. No one came forward to meet (j) ... challenge.
Download Article PDF file
0 মন্তব্য(গুলি):