Tuesday, 19 February 2019

মোবাইলে ছবি তুলুন আর ঘরে বসে আয় করুন

আপনার হাতে নিশ্চয়ই একটি মোবাইল বা স্মার্টফোন রয়েছে আর দিন-রাত কেবল আপনার নিজের, পরিবারের কিংবা প্রকৃতির ছবি তুলছেন, শেয়ার করছেন সোশাল মিডিয়ায়, ট্যাগ করছেন চারপাশের পরিচিত জনদের, পাচ্ছেন লট অব লাইক। কিন্তু জানেন কী মোবাইলে ছবি তুলে আয় করতে পারেন ঘরে বসে, যদি আপনার কাছে থাকে একটি নির্দিষ্ট্য অ্যাপ যার নাম স্ট্রিটস্পটার।

এতদিন ছবি তুলেছেন শখের বশে, হাতে মোবাইল থাকলেই ছবি তোলার জন্য হাত পিন পিন করে আর সেই পিনপিনানি বন্ধের জন্য কিংবা ফেসবুকে শেয়ার করে প্রিয়জনদের লাইক বা কমেন্ট পাওয়ার জন্য। এখন ছবি তুলুন ‘স্ট্রিটস্পটার’ নামের এই অ্যাপটির জন্য। না, স্ট্রিটস্পটার আপনাকে ফেসবুকে শেয়ার করতে বাধা দেবে না, আপনি আপনার কাজ আগের মতই চালিয়ে যেতে পারবেন, মাঝখানে যদি পকেট মানি হিসেবে কিছু বাড়তি আয় পকেটে ঢুকে তো মন্দ কী! বন্ধুদের নিয়ে মজা করে খাওয়া যায়, আড্ডায় নিজের গুরুত্ব আরেকটু বাড়ানো যায় কিংবা ছোট বোন বা ছোট ভাইটাকে জন্মদিনে ঝকঝমে একটি গিফট্ দেয়া যায়। সুতরাং…….

স্ট্রিটস্পটার অ্যাপ দিয়ে মোবাইলে ছবি তুলে আয় করুন

streetspotr
    স্ট্রিটস্পটার অ্যাপের সাহায্যে তোলা আপনার ছবি পৌঁছে যাবে জার্মানির নুরেমবার্গ শহরে অবস্থিত স্ট্রিটস্পটার কোম্পানির সদর দপ্তরে। কোম্পানীর কর্মীরা আপনার তোলা ছবিগুলো পরীক্ষা-নিরিক্ষা করে দিয়ে দেবে কোন বিজ্ঞাপন এজেন্সিকে কিংবা বাড়ি কেনা-বেচা থেকে শুরু পর্যটন শিল্প পর্যন্ত যে কোন কোম্পানীকে। বিশ্বজুড়ে স্ট্রিটস্পটার কোম্পানীর রয়েচে হাজার হাজার ক্লায়েন্ট আর একেক রকম ক্লায়েন্টের দরকার হয় একেক রকমের ছবি। কে জানে আপনার শখের বশে তোলা ছবিটি কোন কোম্পানীর কাজে লেগে যায়!

    স্ট্রিটস্পটার কি?

    স্ট্রিটস্পটার জার্মানির একটি বিখ্যাত রিটেল ইন্টেলিজেন্স কোম্পানী। পৃথিবী জুড়ে বিভিন্ন কোম্পানীর রিয়েল টাইম প্রোডাক্ট প্রমোশন যার মূল কাজ। আর এই প্রমোশনের জন্য কোম্পানীটির প্রচুর কর্মী দরকার হয়। কিন্তু কর্মী নিয়োগ না দিয়ে কোম্পানীটি এই অ্যাপের মাধ্যমে নিজেদের জন্য কর্মী খুঁজে নেয়। আর কর্মীদের তোলা ছবিগুলো থেকে সুন্দর এবং দরকারি ছবিগুলো তারা বিক্রি করে দেয় আর আয়কৃত অর্থ থেকে একটা অংশ তারা ছবির মালিকের সাথে শেয়ার করে। এতে তারা যেমন ভাল ভাল ছবি পেয়ে যায় আবার তাদের খরচও কমে যায়। মাঝখানে ছবিওয়ালাও হিসেবে আপনিও একটা পকেট মানি পেয়ে যাবেন।
    অবিশ্বাস্য লাগছে! তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট app.streetspotr.com এ চলে যান আর জেনে নিন বিস্তারিত সেখান থেকেই।

    কী ছবি তুলবেন?

    তুলতে পারেন দর্শনীয় স্থানের ছবি, উদ্ভট বা পাগলামো ভরা মানুষের ছবি, দোকান-পাট ব্যবসা বাণিজ্যের ছবি, বিশেষ করে বিজ্ঞাপনে ব্যবহৃত হতে পারে এমন ছবির দিকে বেশি গুরুত্ব দেবেন। তবে কী ছবি তুলবেন, বেশির ভাগ ক্ষেত্রেই অ্যাপটি আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। অর্থাৎ যখন কোম্পানীটির বিশেষ কোন ছবির দরকার হয়, তখন তারা অ্যাপটির মাধ্যমে একটা নোটিফিকেশন ছেড়ে দেয় আর যাদের যাদের মোবাইলে অ্যাপটি থাকে, তাদের সবাই সেই নোটিফিকেশন দেখতে পায়। কোম্পানীর প্রয়োজন অনুসারে আপনি যদি ছবিটি তুলে দিতে পারেন তাহলে পারিশ্রমিকও পাবেন বেশি। আর যে কারোই পারিশ্রমিক দিয়ে দেয়া হয় সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে। তবে পারিশ্রমিক নিতে হলে আপনার একটি পে-পাল অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশে যেহেতু পে-পাল এখনো চালু হয়নি সেহেতু দেশের বাইরে থাকে এমন কোন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন।
    উল্লেখ্য, অ্যাপটি আইফোন ছাড়াও যে কোন অ্যান্ডয়েড ফোনে ডাউনলোড করা যায়। সুতরাং, এখনি ডাউনলোড করে নিন আর শুরু করে দিন ছবি তোলা। আইফোনের জন্য আইফোন অ্যাপ স্টোর আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে থেকে ডাউন করতে পারবেন।  আর লেখাটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধু-বান্ধব এবং প্রপেশনাল ফটোগ্রাফার কিংবা সৌখিন ফটোগ্রাফার বন্ধুদের জানিয়ে দিন।

    0 মন্তব্য(গুলি):

    Latest Post

    Uses of Prepositions

    Preposition   একটি part of speech যা অবস্থান বোঝায় ,  সাধারণত noun বা pronoun এর সামনে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যানো শব্...